প্রধান মেনু

ব্রাজিলে বাংলাদেশি পণ্যের ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার জন্য বাণিজ্যমন্ত্রীর আহ্বান

বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে অধিক পরিমাণে প্রবেশের ক্ষেত্রে ব্রাজিলের কাছে ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা দ্য অলিভিয়ারা জুনিয়র (ঔঙঅঙ ঞঅইঅঔঅজঅ উঊ ঙখওঠঊওজঅ ঔটঘওঙজ) আজ বাণিজ্যমন্ত্রীর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এ আহ্বান জানান। রাষ্ট্রদূত ডিউটি ফ্রি এক্সসেসের সুবিধার বিষয়টি তাঁর সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে বলে আশ্বাস দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি অর্থ বিনিয়োগ সরকার শতভাগ ইক্যুইটি সুবিধা দিচ্ছে। মন্ত্রী জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে ২০১৬-১৭ অর্থবছরে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে ১১৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। তিনি আরো জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত চিনি ও তুলা আমদানি করে পাশাপাশি গার্মেন্টস পণ্য, ফুটওয়্যার, ঔষধ ও সিরামিকস পণ্য রপ্তানি করে।