ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহের সরকারে ফাস্ট ট্র্যাক প্রকল্পে আরো বিনিয়োগ করা প্রয়োজন — বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহের সরকারে ফাস্ট ট্র্যাক প্রকল্পে আরো বিনিয়োগ করা প্রয়োজন। সরকার বিনিয়োগের পরিবেশ সৃজন করেছে। আপনাদের বিনিয়োগ নিরাপদ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ খাতে অর্থায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বড় ধরনের সুযোগ তৈরি হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সরকার বিদ্যুৎ উৎপাদনে ফাস্ট ট্র্যাক কিছু প্রকল্প সূচনা করতে যাচ্ছে। এসব প্রকল্পে আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগ করা উচিত। প্রতিমন্ত্রী এসময় বিশ্ববিদ্যালয়সমূহে ইনোভেশন ল্যাব স্থাপনের গুরুত্বারোপ করে বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের ইনটার্নশিপ করাচ্ছি যা খুবই ফলপ্রসূ। আগামীতে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
এসডিজি মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, উৎপাদন, সঞ্চালন, বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রি-পেমেন্ট মিটার এই ৫টি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঈঝজ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষায় বিনিয়োগ করলে ভবিষ্যতে দেশ লাভবান হবে। তিনি ব্যাংকসমূহকে নিজস্ব অর্থ আরো সুষমভাবে ব্যবহারের অনুরোধ জানান।
ব্যাংকিং বিভাগের সচিব মোঃ ইউনুসুর রহমান বলেন, সরকারের স্কিমগুলো আকর্ষণীয় কিন্তু বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে হয় দীর্ঘমেয়াদি এবং বিপুল পরিমাণ যা ব্যাংকগুলো করতে অনীহা প্রকাশ করে। তবে ব্যাংকিং বিভাগ হতে প্রয়োজনীয় সহযোগিতা দ্রুততার সাথে করা হবে।