বোদা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বোদা পৌরসভা প্রঙ্গণে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড়-২ মাননীয় সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র ও বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহেদুজ্জামান সুজা।
উল্লেখ ২০০১ সালে বোদা উপজেলা সদর ইউনিয়কে পৌরসভায় উন্নীত করা হয়। প্রতিষ্ঠার ১৭ বছর পর গত ২৮ ডিসেম্বর প্রথম বারের মতো বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ এই সন্ধিক্ষণে নবনির্বাচিত একজন মেয়র, তিনজন মহিলা কাউন্সিলর, নয়জন কাউন্সিলরের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে দীর্ঘ এক প্রশাসনিক জটিলতার অবসান ঘটলো। বোদা পৌরবাসি পেলো পৌর পিতা।
(পরের খবর) সাভারে আ.লীগ নেতাকর্মীদের ঝাড়ু মিছিল »