বোদায় স্কুল মাঠে মেলা বন্দের দাবিতে অভিভাবক বৃন্দের অভিযোগ দায়ের

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার প্রাণকেন্দ্রে বোদা সরকারী পাইলট স্কুল এন্ড কলেজ এবং সানন্দ কিন্ডারগার্ডেন এর মাঠে হস্ত ও কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে অভিভাবক বৃন্দ বোদা থানা অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে বলা হয়, সানন্দ কিন্ডারগার্ডেনে গত ২ সেপ্টেম্বর দ্বিতীয় সাময়িক পরিক্ষা শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১২ সেপ্টেম্বর ডিগ্রী পরীক্ষা শুরু হবে এবং ১ অক্টোবর এস এস সি পরীক্ষার টেস্ট পরীক্ষা শুরু হবে। এসময় মেলা চললে শিক্ষার্থীদের পড়া-লেখার বিঘ্ন ঘটবে। এছাড়াও মহামান্য হাই কোর্টের রায়ে বলা আছে কোন স্কুল মাঠে মেলা বা পেন্ডেল করা যাবেনা।
অভিভাবক বৃন্দের পক্ষে বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু ৩ সেপ্টেম্বর সকালে এ অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, “এ সময় বাচ্চাদের পরিক্ষা চলছে। বাচ্চারা পড়া-শুনায় মনোজগী না হয়ে মেলায় মনোজগ দিচ্ছে। এতে তাদের পরিক্ষা খারাপ হওয়ার আশংখ্যা আছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ মেলা বন্দের জোর দাবি জানাচ্ছি।”