প্রধান মেনু

বোদায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে সকাল ১০ টায় পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে, ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসুচির সুচনা করেন পঞ্চগড়- ২ (বোদা- দেবীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

শোক দিবস উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বটমূল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পঞ্চগড়-২  আসনের জাতীয় সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। আলোচনা অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, সহকারী কমিশনার (ভূমি) এফ ডাব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্লাহ, পাথরাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ আমিনুর ইসলাম, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রাধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, বোদা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে পৃথক ভাবে আলোচনা সভা ও বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও প্রার্থনা আয়োজন করা হয়।