বোদায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার,বোদা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসী সাঁওতাল শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও শশ্মানের জন্য কেনা জমির দলিল হস্তান্তর করা হয় হয়েছে। বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী কার্যালয় হতে প্রাপ্ত অর্থ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ হাতে তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সুফি, বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ মশিউর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা ও আদিবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, উদয় চন্দ্র ঘোষ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ আদিবাসী শিক্ষার্থী ও অভিভাবকরা।