প্রধান মেনু

বৈদেশিক ঋণ সহায়তাপুষ্ট প্রকল্পসমূহের মনিটরিং জোরদারের সুপারিশ সংসদীয় কমিটির

পানি সম্পদ  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র  ৩২তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে  চলমান বৈদেশিক ঋণ সহায়তাপুষ্ট প্রকল্পসমূহের মনিটরিং কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়। যৌক্তিক কারণ ছাড়া  যাতে প্রকল্পব্যয় বৃদ্ধি না পায় এবং নির্ধারিত সময়ে যাতে প্রকল্পের কাজ সমাপ্ত করে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে সরকারি অর্থের অপচয়রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী পরিকল্পিতভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পাশাপাশি নির্মিত বাঁধের জন্য মেইনটেন্যান্স কস্ট বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়।  বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন চলমান বৈদেশিক ঋণ সহায়তাপুষ্ট প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন বাস্তবায়নাধীন ডিপিএম দরপত্রের কাজসমূহের অগ্রগতি প্রতিবেদন এবং দেশের উত্তরাঞ্চলে নদীর তীর সংরক্ষণ ক্ষতিগ্রস্থ বাঁধগুলো মেরামতে গৃহীত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটির সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন ।