প্রধান মেনু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ কমিটি সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আসলামুল হক, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিগত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি, মুজিব বর্ষ পালন এবং বিমানের নতুন রুট চালু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি মুজিব বর্ষ পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে থার্ড টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে কমিটি সুপারিশ করে।বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিং এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বিমানের ফ্লাইট চালুর বিষয়ে একটি প্রতিবেদন কমিটিতে প্রেরণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়। এছাড়াও কমিটি দশম সংসদের স্থায়ী কমিটি কর্তৃক গৃহীত যে সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি তার একটি প্রতিবেদন কমিটিতে প্রেরণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।