প্রধান মেনু

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইন করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) : বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালাকে আইনে রূপান্তরিত করার প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভাসভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন। কলেজ পরিচালনা নীতিমালা যথাযথভাবে পূরণ না করায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের জন্য কয়েকটি কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগের রায় রিভিউ করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষার মান উন্নত করার জন্য দেশের সকল পর্যায় থেকে প্রায়ই মতামত দেওয়া হয়। সকল স্তরের জনমতের প্রেক্ষিতে চিকিৎসা শিক্ষার মান উন্নত করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কয়েকটি কলেজে মানসম্মত হাসপাতাল নেই, হাসপাতালে পর্যাপ্ত শয্যা এবং লাইব্রেরি ও ল্যাবরেটরি নেই, পর্যাপ্ত প্রয়োজনীয় শিক্ষক নেই, এমনকি কোনো কোনো কলেজে পূর্ণাঙ্গ ভবনও নেই। এমন কয়েকটি কলেজকে বারবার সতর্ক করা সত্ত্বেও নীতিমালার শর্ত পূরণ করার ক্ষেত্রে কোনো অগ্রগতি পাওয়া যায়নি বলে গত ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ধরনের মানহীন কলেজগুলো কোনো না কোনো উপায়ে যদি ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করার সুযোগ পায়, তবে জাতি ভালো মানের চিকিৎসক পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই সরকারের এই কঠোর পদক্ষেপকে সহায়তা করার জন্য মন্ত্রী সকল মহলের সহায়তা কামনা করেন।

সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা নির্মাণ ও সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।