বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান শিক্ষামন্ত্রীর
চট্টগ্রাম, ২৬ ফাল্গুন (১০ মার্চ) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ পরিচালনা করার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। মন্ত্রী আজ চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ সেকান্দারের সভাপতিত্বে সমাবর্তনে মূল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক ও লেখক ইমদাদুল হক মিলন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান তখনই শক্তি হবে যখন এই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা হবে। জ্ঞানার্জনের পর তা বাস্তবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তোমরা জ্ঞান অর্জন করে যেমন নিজের কল্যাণে কাজ করবে তেমনি সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্যও কাজ করবে। কারণ পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের শিক্ষায় অনেক ত্যাগ ও বিনিয়োগ করেছে। সর্বোপরি দেশপ্রেমের কথা মাথায় রেখে সকল কার্যক্রম চালাতে হবে।’ দীপু মনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে প্রধান চালিকাশক্তি হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।