প্রধান মেনু

বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সরকার সকল প্রকার সহযোগিতা করবে -বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে আজ তার অফিসকক্ষে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অভ বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাতকালে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সরকার সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বিমান পরিবহন সেবার মানোন্নয়ন করা হলে তা বাংলাদেশের পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি খাতে বিমান পরিবহন সংস্থাগুলোর উন্নয়নে বিমান পরিবহন একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে এবং সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহন খাত ও পর্যটন খাতের উন্নয়নে খুবই আন্তরিক। তাঁর দিকনির্দেশনা মোতাবেক এ খাতের উন্নয়নে সকল কাজ সম্পন্ন করা হবে।