বেলকুচিতে ৫ জানুয়ারী গনতন্ত্র হত্যাদিবস পালিত
নিজস্ব প্রতিনিধিবেলকুচি, সিরাজগঞ্জঃ ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক, আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে সিরাজগঞ্জের বেলকুচিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকালে গাবগাছি বাজার থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে শেরনগর বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে শেরনগর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এন পি’র সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। তিনি বলেন, ৫ জানুয়ারী গনতন্ত্র হত্যার মাধ্যমে বাকশালী কায়দায় এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে আছে, তাই আজ শপথ নিতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে দূর্বার আন্দলোনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি থানা যুব দলের সাবেক সভাপতি বনি আমিন, বি এন পি নেতা আলম কমিশনার, পৌর বি এন পি’ র সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তা, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শ্রমিক নেতা কেরামত আলি তালুকদার, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বি এন পি’ র সাবেক সাধারন সম্পাদক নূরে আলম, বেলকুচি স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন-আহবায়ক জামাল বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান, সহ বি এন পি ও অংঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।