বেলকুচিতে ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
নিজস্ব প্রতিনিধিঃবেলকুচি সিরাজগঞ্জঃ টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকালে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছেন। ফলে সারাদেশের মতো বেলকুচি উপজেলায় টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। চারদফার অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বেতনস্কেল নির্ধারণ, মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০ ভাগ প্রদান, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ এবং ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন সফল করার লক্ষ্যে রোববার বিকেলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওইদিন এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসোসিয়েশনের বেলকুচি শাখার আহব্বায়ক এএসএম তারিকুল ইসলাম দাবিগুলো উপস্থাপন করে বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।