বেলকুচিতে বিভিন্ন কাজের পরিদর্শণ করেন- ডিসি কামরুন্নাহার সিদ্দিকা
নিজস্ব প্রতিনিধিঃ বেলকুচি, সিরাজগঞ্জঃ শিক্ষাই জাতীর মেরুদন্ড, শিক্ষা ছারা কোন জাতীই উন্নতি করতে পারে না। শিক্ষিত মানুষ সবাই সচেতন আর আপনার সচেতনতাই পারে আপনাকে নিরপদ রাখতে। সড়কে চলাচলের সময় প্রত্যেককে সচেতন হয়ে চলাচল করতে হবে। স্কুল কলেজ থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি সচেতন মূলক সাধারন জ্ঞান অর্জন করতে হবে প্রতিটি শিক্ষার্থীকে। বিকালে বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এসব কথা বলেন। এছাড়াও জেলা প্রশাসক বেলকুচি পৌর ভুমি অফিসে ভুমির মালিকদের মাঝে ভুমি উন্নয়ন কর প্রদান পাশ বই বিতরন ।
বেলকুচি থানা পরিদর্শণ ও রাজাপুর ইউনিয়ন ভুমি অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মির্জা শরিফুল ইসলাম, রাজাপুর ইউপি সদস্য নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, জুয়েল আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।