বেলকুচিতে পৌরসভা রিক্সা- ভ্যান শ্রমিকদের ঈদ পূনর্মিলনী ও মহা সমাবেশ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌরসভা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঈদ পূণর্মিলনী ও মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত সমাবেশে বেলকুচি উপজেলা পৌরসভা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, রিক্সা- ভ্যান শ্রমিকদের সাথে ভাল ব্যবহার করুন। ভ্যান শ্রমিকরা সবাই মাথার গাম পায়ে ফেলে সারাদিন রোদ- বৃষ্টির মধ্যে ভিজে পরিশ্রম করে সংসার চালায়। এরা সকলেই আমাদের আপনজন। তাই এদের সাথে দুর্ব্যবহার করা উচিতনা। আজ শ্রমিক আছে বলেই ধনী লোক সুখে শান্তিতে জীবন যাপন করছে। তারা না থাকলে আমাদের সবারই নিজের মালামাল নিজেদের বহন করতে হতো। তাই শ্রমিকদের অবহেলা না করে এদের সম্মান করুন।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আশরাফ আলী, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুলফিকার আজাদ, বেলকুচি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী বদিউজ্জামান বদি, যুগ্ন-সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম,তাঁতীলীগের সভাপতি আবু আহম্মেদ,সাবেক ছাত্রলীগের সভাপতি চাঁনমিয়া সরকার, সংগঠনের বেলকুচি উপজেলা ও পৌরসভা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান সিকদার, উপজেলা শ্রমীকলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিয়া প্রমূখ। ঈদ পূনর্মিলনী সমাবেশ শেষে শ্রমিকদের আনন্দস্বার্থে রাতে সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়।