বেলকুচিতে নানা আয়োজনে পালিত হলো জাতীয় উৎপাদনশীলতা দিবস
নিজস্ব প্রতিনিধি,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় উৎপাদনশীলতা দিবস। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।“সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচি উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলার সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন – কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, সমাজসেবা কর্মকর্তা জেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার এনামুল হক তালুকদার, প্রকল্প কর্মকর্তা স্বপ্না পারভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।