প্রধান মেনু

বেলকুচিতে এস এসসি পরিক্ষা শুরু হয়েছে অনুপস্থিত ১৮

নিজস্ব প্রতিনিধি সিরাজগঞ্জঃ এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে।মূল পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ৯ থেকে ১৪ মার্চ চলবে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬টি কেন্দ্রে শিক্ষার্থীরা মোট অংশ নিচ্ছে ৩ হাজার ৮শত ৭১ জন পরীক্ষার্থী। পুরুষ শিক্ষার্থী ১হাজার ৯শত ৬০জন ও মহিলা শিক্ষার্থী ২জাজার ১১ জন। এর মধ্যে ১৮জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ৬টি কেন্দ্রে বৃহস্পতিবার পরিক্ষা দিচ্ছে সোহাগপুর নতুনপাড়া এএস উচ্চ বিদ্যালয়ে ৯শত ৭২ জনের মধ্যে ৪জন, সোহাগপুর এসকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮শত ৮ জনের মধ্যে ৪ জন, সোহাগপুর পাইলট বালিকা বিদ্যালয়ে ৮শত  ৮৮ জনের মধ্যে ৪ জন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে ৩শত ৮৪ জনের মধ্যে ১ জন, মেঘুল্লা নাজমুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থী ৩শত ৪৮ জনের মধ্যে ৫ জন ও বেলকুচি মডেল কলেজ থেকে ভোকেশনাল পরিক্ষা দিচ্ছে ১শত ৪৫ জন।বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর এসএসসি ও সমমান পরিক্ষা শান্তিপুর্ণ ভাবে হচ্ছে। উপস্থিতির হারও বেশি।