প্রধান মেনু

বেতার ও টেলিভিশন সংবাদ রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ পাঠ্যধারার উদ্বোধন

জাতীয় গণমাধ্যম এর উদ্যোগে আজ থেকে ৪ সপ্তাহব্যাপী ‘বেতার ও টেলিভিশন সংবাদ রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ পাঠ্যধারা শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান এ পাঠ্যধারার উদ্বোধন করেন। পাঠ্যধারাটিতে বাংলাদেশ বেতারের ৭ জন, বাংলাদেশ টেলিভিশনের ২ জন ও ১২ জন ফ্রিল্যান্সসহ মোট ২১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীবৃন্দ বাংলাদেশের অভ্যূদয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, এসডিজি, সপ্তম-পঞ্চম বার্ষিক পরিকল্পনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, সংবাদ, সংবাদ সম্পাদনা, সংবাদ ব্যবস্থাপনা, সংবাদের রিপোর্ট প্রস্তুত, প্রেস রিলিজ, বিভিন্ন প্রকার রিপোর্টিং, সাক্ষাৎকার, অনলাইন রিপোর্টিং ইত্যাদি বিষয়ে তত্ত্বীয় এবং ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণার্থীদের হাতেকলমে পাঠদানের মাধ্যমে সংবাদ রিপোর্টের কলাকৌশল ও পেশাগত বিষয়ে পারদর্শী করে গড়ে তোলাই এ পাঠ্যধারার মূল লক্ষ্য।