প্রধান মেনু

বেগম খালেদা জিয়ার দুস্থদের মাঝে বস্ত্র ও ইফতার বিতরণ

জিয়াউর রহমান খান:বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো গতকাল রাজধানীতে দুস্থদের  মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেলা পৌনে ১১টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন বেগম জিয়া।

এ সময় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ।

দলের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেগম জিয়া গতকাল ডিসিসি মার্কেট (গুলশান-১) ওয়ারলেস গেট (মহাখালী), বাড্ডা মোল্লাপাড়া লিঙ্ক রোড, রামপুরা মালিহা কমিউনিটির পূর্ব পাশে, ডুমনি ইউনিয়ন (৩০০ ফুট), খিলক্ষেত-নিকুঞ্জ (কারওয়াস), প্রাইম ব্যাংক (উত্তরা জসিম উদ্দিন), আমীর কমপ্লেক্সের সামনে (উত্তরা), মিরপুর -১১ নম্বর বাসস্ট্যান্ড-এর পূর্ব পাশে বিএফসির সামনে, মিরপুর-১ শাহ আলী মাজার এবং কোনাবাড়ী বাস স্টেশন মোড়, কাজী পাড়া বাসস্ট্যান্ড, দারুস সালাম, শ্যামলী, কাওরান বাজার (প্রগতি) এবং এফডিসি গেটসহ অন্তত ২০টি স্থানে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

জিয়াউর রহমান খান
সিনিয়র রিপোর্টার/জাতীয় গোয়েন্দা সংবাদ