প্রধান মেনু

বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাহবুব জামান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন রাজনৈতিক নেতা ছিলেন। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ৬৯-এ ছাত্র ঐক্য পরিষদের নেতা নির্বাচিত হয়েছিলেন এবং বৃহত্তর রাজশাহীর গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।

৭৫ পরবর্তী সময়ে তিনি কারাবরণ করেন। ১৯৭৯ সালে তিনি যুবলীগের কেন্দ্রীয়প্রেসিডিয়াম সদস্য হন, পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্তসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি হন। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি রাজনৈতিক ও গণঅন্দোলন সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, মাহবুব জামান ভুলু রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।