বীর বাহাদুর উ শৈ সিং
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, আওয়ামী লীগ সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের উন্নয়নের জন্য কাজ করছে, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় পার্বত্য অঞ্চল শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও জিআর খাদ্যশস্য উপবরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
« বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে — শিল্পমন্ত্রী (পূর্বের খবর)