প্রধান মেনু

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আব্দুস সালাম (৬০) নামে এক বৃদ্ধ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত আবদুস সালাম ওই এলাকার মৃত অসম আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির বাইরে তার স্ত্রী গংরানির শব্দ শুনে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। তাৎক্ষণিক পরিবারের সদস্য এবং এলাকাবাসী দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে, তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।