প্রধান মেনু

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের চার দিনব্যাপী উরশের সমাপ্তি

ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের পীরকেবলা বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ গতকাল মঙ্গলবার বাদ ফজর পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘোষনা করা হয়। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্বিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুজুল হক এর নির্দেশে পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্বিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। চার দিন ব্যাপী ধর্মীয় ভাব গাম্ভীর্যতা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ওরশের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। মোনাজাতে জাকেরান, আশেকান, ভক্তবৃন্দসহ প্রায় অর্ধকোটি লোক শরীক হন ও আধা ঘন্টাব্যাপী মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে ও কান্নায় মুখরিত দরবার শরীফের আশ-পাশের এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে ।

ওরশের তৃতীয় দিন গত সোমবার দিবাগত রাতে পীরকেবলা বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সাহেবের কোটি কোটি আশেকান জাকেরানদের শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরীফ নেন। বিশ্বওলী কেবলাজান ছাহেবের বেছালতের রাতে ১.১৫ মিনিটে রওজা শরীফ জিয়ারত করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বওলীর বিচ্ছেদ বেদনায় কাতর বিশ্বাসীরা কান্নায় ভারাকান্ত হয়ে পড়েন। মহাশোকের নির্ঘুম এ রাত এবাদত বন্দেগীর মধ্য দিয়ে জাকেরানরা অতিবাহিত করেন।
জাকেরানদের বিদায়ের পর্বে বিশ্বজাকের মঞ্জিল থেকে পুকুরিয়া ১৫ কিলোমিটার, মুন্সিরচর পদ্মার ঘাট, চন্দ্রপাড়া ঘাট ও কৃষ্ণপুর বাজার, চরভদ্রাসনের গোপালপুর ঘাট, শিবচরের কাঁঠাল বাড়ীয়া ঘাট ও দৌলতদিয়া ঘাট পযর্ন্ত প্রায় দিনভর যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)