প্রধান মেনু

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

মোঃ শাহজালাল দেওয়ান: টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের ন্যায় এবারো লাখো মুসল্লীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক । গাজীপুর জেলা শাখা ও গাজীপুর মহানগর শাখার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু ইউনানী আয়ুর্বেদিক ফ্রি মেডিকেল ক্যাম্প বিশ্ব ইজতেমায় ১৪ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত প্রায় ৫ হাজার জন রোগীকে বিনা মুল্যে চিকিৎসাসেবা ও ঔষদ প্রদান করা হয়েছে। ইজতেমায় আসা মুসল্লিদের কেউ অসুস্থ হয়ে পড়লে তাতক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য ইজতেমা ময়দানের উত্তর পাশে এ ফ্রি চিকিত্ধসঢ়;সাকেন্দ্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক ডা: এস এম হারুনুর রশিদ জানান বিগত ১১ বছর

যাবৎ এই মানবসেবী প্রতিষ্টানটি বিশ্ব ইজতেমায় ধর্মপ্রান মুসল্লিদের ফ্রি চিকিৎসাসেবা দিয়ে আসছে।ইজতেমা মাঠের উত্তর পাশে স্টেশন রোড- কামারপাড়া সড়কের পাশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মুসল্লিদের জন্য ফ্রি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে প্রায় ৩০টি প্রতিষ্ঠান ও সংগঠন ইজতেমায় আসা মুসল্লিদের চিকিত্ধসঢ়;সা সেবা দিচ্ছে। পাশাপাশি টঙ্গী সরকারি হাসপাতালেও রয়েছে বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা। রয়েছে বিশেষ অ্যাম্বুলেন্সও।গতকাল দুপুরে চিকিতসাকেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, এখানে রয়েছে মুসল্লিদের সারি। বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক ডা: এস এম হারুনুর রশিদের নেতৃত্বে মুসল্লিদেও চিকিৎসা প্রদান করছেন হাকীম ইকবাল হোসেন,ডাঃ আবুল কাসেম বাচ্চু,কবিরাজ আহসান আজিজ,মেহেদী হাছান শুভ,রাকিব হাছান রাব্বি,কবিরাজ আজাদ রত্ন ,কবিরাজ লোকমান হোসেন, কবিরাজ বাদশা মিয়া,ডা: এস এম মান্নান,ডা: শরিফুল ইসলাম মুরাদ,ডা:আকরাম হোসেন,হাজী এম এ সালাম, কবিরাজ সিরাজুল ইসলাম, কবিরাজ ফারুক হোসেন ও কবিরাজ লিটন শাহা।

বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক ডা: এস এম হারুনুর রশিদ জানান, ১৪ই ফেব্রুয়ারী থেকে মুসল্লিদের ফ্রি চিকিত্ধসঢ়;সা দেওয়া হচ্ছে। বেশির ভাগ লোক শ্বাসকষ্ট, সর্দি, কাশি, গা-ব্যথা, মাথাব্যথা ও পেটের পীড়াজনিত সমস্যা নিয়ে আসছেন বলে জানান তিনি। ধুলা, বালি, ঠান্ডা ও খাবারের সমস্যার কারণে মুসল্লিদের এসব সমস্যা হচ্ছে মনে করেন তিনি।