বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের নিরাপদ ও লাভজনক স্থান বাংলাদেশ — বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের নিরাপদ ও লাভজনক স্থান বাংলাদেশ। ১৬০ মিলিয়ন লোকসংখ্যার বিশাল এই বাজার কৌশলগত কারণে ভারত ও মিয়ানমারের ৮০০ মিলিয়ন লোকসংখ্যার বাজারে পরিণত হতে পারে। অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, ম্যানুফেকচারার বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজেই এ বাজারে প্রবেশ করতে পারবে।
প্রতিমন্ত্রী আজ সুইডেনের স্টকহোমে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘সুইডিশ এনার্জি সিস্টেম এন্ড সাসটেইনেবল সলিউশন’ শীর্ষক বিজনেস সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, আইএমএফ (IMF) ২০১৬ সালে বাংলাদেশকে দ্রুত বর্ধনশীল মেজর অর্থনীতির দেশসমূহের মাঝে দ্বিতীয় বলে ঘোষণা করেন এবং এইচএসবিসি (HSBC) পূর্বাবাস দেন যে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ ২৩তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। এখানে বিনিয়োগকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হয়, কর পদ্ধতি সহজ ও কম খরচে কর্মী পাওয়া যায়।
সুইডিশ এনার্জি এজেন্সির পরিচালক যুসেফিন বার জাংডেল (Josephine Bahr Ljungdell)-এর সঞ্চালনায় সুইডেনের হিফাব (HIFAB), রেজিন (REGIN), ভল্ভ (VOLVO), মিলযো অচ (MILJO-OCH), কাসান্দ্রা অয়েল (CASSANDRA OIL), এবিবি (ABB), মারকুরি আরভাল (MARCURI URVAL), এক্সপেন্ডো ইন্টারন্যাশনাল (EXPANDOR INTERNATIONAL), এসবিএইচ সুইডেন (SBH SWEDEN), ইন্ডসেন রেজর (INDCEN RESOR), কালস এয়ারলাইন্স (KALES AIRLINES), এইচ এন্ড এম (H&M), লিমরা আইটি সলিউশন (LIMRA IT SOLUTIONS), স্করলাইন ম্যানেজমেন্ট (SCORELINE MANAGEMENT) প্রভৃতি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা এবং স্রেডার সদস্য সিদ্দিক যোবায়ের নাবায়ণযোগ্য জ্বালানি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ সৃজন হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সুইডেনসহ ইউরোপীয় দেশসমূহকে তিনি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল (JOHAN FRISELL ) উপস্থিত ছিলেন।