বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাথে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বিডা কার্যালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন বিশ্বব্যাংকের উপদেষ্টা এন্ড্র এইচ ডব্লিও স্টোন(Andrew H. W. Stone) এবং Independent Evaluation Group -এর সিনিয়র কনসালট্যান্ট অমিতাভ ব্যানার্জী।বৈঠকে প্রতিনিধিবৃন্দ দেশীয় ও বৈদেশিক বিনিয়োগে বিডা’র গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বিডা’র বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি দেশ।
বিগত দশ বছরে এর বিদ্যুৎ ও জ্বালানি খাত, সড়ক পরিবহণ এবং অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, ফলস্বরূপ বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। এছাড়া বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের প্রায় অর্ধেক উদ্যোক্তা পঁচিশ বছরের কম বয়সী। এদের জন্য ব্যাংক ঋণের পাশাপাশি প্রয়োজন প্রকৃত মূলধন।’ কাজী মোঃ আমিনুল ইসলাম প্রতিনিধিবৃন্দের নিকট পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির প্রসার ও পণ্য বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।