বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুনগত মান বাড়াতে হবে — প্রণব মুখার্জি
চট্টগ্রাম, ৩ মাঘ (১৬ জানুয়ারি) : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, আগামি দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বড় বড় বিজ্ঞানী আবিষ্কার করবে। যার মধ্যদিয়ে মানুষ উপকৃত হবে এবং সমস্যা থেকে মুক্তি পাবে। যে মুক্তির কথা বলেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জন্য দেশ ও জাতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুনগত মান বাড়াতে হবে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা ও সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি শিক্ষকতা দিয়ে আমার কর্মজীবন শুরু করি কিন্তু রাজনীতির টানে এ পেশা ধরে রাখতে পারিনি। রাষ্ট্রপতি হিসেবে নয় শিক্ষক হিসেবে বলবো ভালো ছাত্ররা চাকরির জন্য নয়, পড়ালেখা করবে গবেষনার জন্য। বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে প্রণব মুখার্জি বলেন, আইডিবি বাংলাদেশকে বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া দেশ হিসেবে ঘোষনা করেছে। যেখানে অন্যান্য দেশ ২০১২ সালের পর থেকে কম এগিয়েছে।
নারী উন্নয়ন, নারী শিক্ষা স্বাস্থ্য সুরক্ষাসহ সব ধরণের উন্নয়ন বাংলাদেশে হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য সাইমুন সারোয়ার কমল, আশিক উল্ল্যা রফিক ও ওয়াসেকা আয়েশা খানম এবং ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড. শিরীন আখতার, প্রফেসর সেকান্দার আলী, প্রফেসর ড. এবি আবু নোমান, প্রফেসর ড. শংকু লাল সাহা ও প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।