প্রধান মেনু

বিশ্বকাপ ক্রিকেটে শুভ সূচনা করায় টাইগারদের সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) : ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে টাইগাররা দাপুটে জয়ের মাধ্যমে শুভ সূচনা করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ, অনুপ্রেরণা ও নিবিড় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। আশা করি, চলতি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ভারতের ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।