বিশিষ্ট সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশিষ্ট সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ পৃথক পৃথক শোকবার্তায় মন্ত্রিগণ বলেন, বারী সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। অত্যন্ত জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। লোকসংগীতের এই মহান সাধক বাঙালির মনে চিরদিন বেঁচে থাকবে।
মন্ত্রিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।