প্রধান মেনু

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের পর ক্যামেরাকে হাতিয়ার হিসেবে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে উচ্চ আসনে পৌছে দিতে একেরপর এক তৈরী করেছেন – ধীরে বহে মেঘনা, আমার জন্মভূমি, সোনার চেয়েও দামী, জীবন ছবি, কাবিন, রাজবন্দি, অথবা অমর সঙ্গীর মত অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ Film Club এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম-এর জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আলমগীর, বিশিষ্ট কৌতুক অভিনেতা টেলিসামাদ সহ চলচ্চিত্র অংগনের বিশিষ্ট জন । আলোচনা অনুষ্ঠানে বক্তারা আলমগীর কুমকুম-এর সাথে কাজ করার নানান স্মৃতি তুলে ধরেন ।

(দিদারুল করিম)