বিশিষ্ট কথাসাহিত্যিক ও গীতিকার এসএম শওকত ওসমান বাবু’র মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শোক

ঢাকা, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) : বিশিষ্ট কথাসাহিত্যিক, গীতিকার, সাবেক উপসচিব ও বীর মুক্তিযোদ্ধা এসএম শওকত ওসমান বাবু‘র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ এক শোকবার্তায় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শওকত ওসমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শওকত ওসমান ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। মন্ত্রী ১৯৭২ সালে তার সাংবাদিকতা জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত শওকত ওসমানের সাথে গভীর বন্ধুত্বের স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, মানুষ তাঁর কর্মের মাঝে বেঁচে থাকে। শওকত ওসমান তার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকবেন। মন্ত্রী বলেন, ১৯৮০ এর দশক থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গীতিকার ও নাট্যকার হিসেবে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অসাধারণ কর্মবীর হারালো। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্ত্রী শোকবার্তায় উল্লেখ করেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।