বিরামপুরে ১৫০ পিচ ফেন্সিডিলসহ গ্রেপ্তার -২
মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ, দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তায় ১শত ৫০ পিচ ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করেছেন বিরামপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান মনিরের নের্তৃতে এ,এস,আই,গোলজার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫০বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেন।
বিরামপুরের পৌর শহরের পল্লবী মোড় নামক স্থানে একটি ইজি বাইকে আলুর বস্তায় বিশেষ কায়দায় ১শত ৫০ পিচ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের আটক করেন থানা পুলিশ। পরে তাদেরকে বিরামপুর থানায় নিয়ে জিঙ্গাসা করলে যানা যায় আটকৃতরা হলেন পার্বতীপুর উপজেলার ভবানী পুর গ্রামের মৃত মজি সর্দারের ছেলে হাইকুল ইসলাম (৫৫), অন্যজন শেরপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯) ।
আকটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের প্রস্তুতি চলছে।