প্রধান মেনু

বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ভ্রাতৃপ্রতিম দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করা, বিমান চলাচল বাড়ানো এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নুর আশিকিন বিনতি মোহাম্মাদ  তাইব  আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিসে সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার এ অনুরোধ জানান। মন্ত্রী বিমান চলাচল বৃদ্ধির আশ্বাস প্রদান করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে দরপত্র আহ্বানসহ অন্যান্য কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হয়েছে। এ ছাড়া ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করতে যাচ্ছে। সাক্ষাৎকালে পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা হয়।