প্রধান মেনু

বিমানবন্দরের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়ন, বিমানের নিরাপত্তা ও বিমান পরিবহণখাতের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে আগ্রহী কানাডা। আজ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইন এর নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাতকালে একথা জানানো হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক সময়ের সাথে সাথে আরো দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব মোঃ মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দুই পক্ষের বিভিন্ন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।