প্রধান মেনু

বিন্দু থেকে সিন্দুতে পরিনত চরবংশী ইউনিয়ন,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার

মোঃ আব্দুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ উপুকলীয় অঞ্চল রায়পুর উপজেলা। আর উপজেলার পশ্চিম অঞ্চলকে ঘিরে আছে মেঘনা,ডাকাতিয়া,মৃত মেঘনা নদী। মেঘনা ডাকাতিয়ার পাশ ঘিরেই ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন। যার আয়াতন ৪৮.৯১ বর্গ কিঃ মিঃ। যেখানে প্রায় ৬০ হাজার লোকের বসবাস। বিগত কয়েক বছর পূর্বেও নদী অঞ্চল হওয়ায় উন্নয়নের জোয়ার দেখেনি এই ইউনিয়নের খেটে খাওয়া মানুষ। তবে এখন এত উন্নয়ন হয়েছে যা চোখে লাগার মত। এ ইউনিয়ন এখন বিন্দু থেকে সিন্দুতে পরিনত হয়েছে বলেও মনে করেন উন্নয়নের রুপকার ২ নং উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার। বলা চলে এখন উন্নয়নে উপজেলার শীর্ষ স্থানে ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন। জানা গেছে, আবুল হোসেন হাওলাদার একজন সৎ ও দক্ষ ইউপি চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছেন মেঘনা এলাকার খেটে খাওয়া মানুষ।

তিনি চেয়ারম্যান হওয়ার পূর্বে কেবল ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও এখন তা বেড়ে ১৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিনত হয়েছে। তার আমলে প্রায় ২ কিঃ মিঃ নতুন সড়ক স্থাপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মন্দিরসহ ধমীিয় প্রতিষ্ঠান গুলোতে ১৩০ টি সোলার পেনেল স্থাপন, ৩০০ জনকে বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ভাতা, প্রায় ৩০ টিরও বেশী কাঁচা সড়কে ব্রিক সলিং, প্রতি মাসে ১৬৩ জনকে ৩০ কেজি করে বিজিডি চাউল বিতরন, ২০ টিরও বেশী টিউবওয়েল স্থাপন, মাটি দিয়ে রাস্তা মেরামত/৪০ দিনের করর্মসূচীতে ৭২০০ মি. সড়ক মেরামত, ১০০ ভাগ বিদ্যুৎ নিশ্চিৎসহ ৭ কিঃ মিঃ মাটির রাস্তা পাকা নির্মাণ করেছেন। এ ছাড়াও অসহায় ও গরীব দুঃখীদেরকে মোটা অংকের সাহায্য প্রদান,গরীব মেয়েদের বিয়েতে নগদ অর্থ প্রদানসহ শতভাগ মাদক নির্মূল করেছেন। আবুল হোসেন হাওলাদার একজন নমনীয় ও কোমল মনের মানুষ। তিনি যে উন্নয়নের জোয়ার দেখিয়েছেন তা অন্য কারো দ্বারা সম্ভব হয়নি। তার আচরণ আর সততায় এখন তিনি জনগণের আস্থার মানুষ। তার গুনের কথা এখন জনে জনে। ব্যক্তি জীবনে একজন নামাজী,সদালাপী আর হাশি-খুশি থাকা মানুষটি তার পরিবারকেও গড়ে তুলেছেন নিজের মত করে।

রাজনৈতিক অঙ্গনেও পরিচিত হয়েছেন তিনি সু-শিক্ষা ও ভদ্রতা আর ভালো আচরণ দিয়ে। কিছু সময় দায়ীত্বের কারণে হয়েছেন কখনো কঠোর আবার কখনো নরম। তারপরও মানুষকে কখনো ভুলে যাননি। হ্রদয় দিয়েছেন সবাইকে। টং দোকানে চা খেতেও নেই যার কোন দি¦ধা। তিনি এমনি একজন মহান মানুষ, যার গুনের কথা এখন মেঘনা এলাকা জুড়ে সবার মুখে। আবুল হোসেন হাওলাদার বলেন, আমি জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগনের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। একটি আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই। উপুকলীয় মেঘনা অঞ্চল উত্তর চরবংশীকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ব এটি আমার প্রত্যাশা।