প্রধান মেনু

বিনিয়োগ বিকাশে সরকারের বিভিন্ন ধরনের সেবা প্রদান

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে বিনিয়োগ বিকাশ একটি অন্যতম উদ্যোগ। বর্তমান সরকার বিভিন্ন ধরনের বিনিয়োগ বিকাশ ও শিল্পায়ন ত্বরান্বিতকরণে কররেয়াত, বিভিন্ন সেক্টরে ট্যাক্স হলিডে, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক মওকুফসহ বিভিন্ন সুবিধাদি প্রদান করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন ধরনের প্রকল্পনিবন্ধন, লিয়াজোঁ, ব্রাঞ্চ ও রিপ্রেজেনটেটিভ অফিসের অনুমোদন, বৈদেশিককর্মীদের কর্মানুমতি প্রদান, প্রাক অবকাঠামোগত সেবা প্রদান সহজতরকরণ, আইআরসি জারির সুপারিশসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান এবং অনলাইনের মাধ্যমে সকল ধরনের সেবা স্বল্প সময়ে প্রদান করা হচ্ছে। এছাড়া দেশি ও বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশে ও বিদেশে নিয়মিতভাবে বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, রোডশো ইত্যাদি আয়োজন করে থাকে।