বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ দেশে আমূল পরিবর্তন আনবে — সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সরকার গৃহীত পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন হলে বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ দেশে আমূল পরিবর্তন আনবে। উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্মাণাধীন বিডা ভবনের সার্বিক অগ্রগতি, আভ্যন্তরীণ সাজসজ্জা এবং ফ্লোর বিন্যাস সংক্রান্ত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সালমান এফ রহমান বলেন, বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যেমন বিডা, বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ), বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ), পিপিপিএ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি) প্রভৃতি বিনিয়োগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ যদি নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে পারে, তবে দেশে আভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। সভায় গণপূর্ত ও স্থাপত্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন বিডা ভবনের সার্বিক অগ্রগতি, আভ্যন্তরীণ সাজসজ্জা এবং ফ্লোর বিন্যাস উপস্থাপন করেন।