বিনা বিচারে হত্যা সমর্থন করা যায় না- আসাদুল হাবীব দুলু

বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু শনিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপি’র প্রয়াত নেতা আব্দুল হাই মাষ্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,মাদক নিমূলের নামে সরকার লাশের রাজত্ব কায়েম করছে। বিনা বিচারে হত্যা সমর্থন করা যায় না তিনি আরো বলেন, দেশ মাদকে ছেয়ে গেছে। দেশ থেকে মাদক নির্মূল হোক দলগত ভাবে বিএনপি চায়। কিন্তু মাদক নির্মূলের নামে সরকার দেশে যে আতংক সূষ্টি করেছে তা ঠিক নয়।
দেশে যে প্রচলিত আইন রয়েছে, ওই আইনে যদি মাদক নির্মূল করা সম্ভব না হয় তাহলে কঠিন আইন করে তা নির্মূল করুন। কিন্তু মাদক নির্মূলের নামে লাশের মহাউৎসব মেনে নেওয়া যায়না।বিচার বর্হিভ’তভাবে হত্যায় সরকারের অন্য উদেশ্য রয়েছে।আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে আতংক সৃষ্টি করাই সরকারের মূল উদ্দেশ্য। এসময় সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন হেলাল, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জাহিদ হাসান মজনু, জেলা যুবদলের সম্পাদক আব্দুল হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন, সাবেক উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ছাইয়াকুল ইসলাম উপস্থিত ছিলেন।