বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে এডিবি’র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ (Monmohan Parkash) আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পারস্পারিক পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ তুলে ধরেন। তিনি বলেন এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন ইনোভেটিভ প্রকল্পে দ্রুত অর্থ বা পরামর্শক সহায়তা করতে পারে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, সোলার পাওয়ার, সোলার পার্ক, উপ-আঞ্চলিক সহযোগিতা, মানব সম্পদ উন্নয়ন, প্রি-পেইড মিটার, স্মার্ট মিটার, ডিসট্রিবিউশন সিস্টেম আপগ্রেডেশন, চার্জিং স্টেশন ও গ্রীড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী, সোলার চার্জিং ষ্টেশন বা ইলেকট্রিক চার্জিং স্টেশন স্থাপনে এডিবি‘র সহযোগিতা চেয়ে বলেন, দিনে দিনে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বাড়ছে, বাংলাদেশেও বাড়বে। থ্রি-হোইলার যানবাহনগুলোতে ইলেকট্রিক চার্জ দেয়া যেতে পারে। এর প্রসার বাড়াতে এডিবি‘র ফিলিপাইন অভিজ্ঞতা আমাদের কাজে লাগানো যেতে পারে। দ্রুত সময়ের মধ্যে পরামর্শক সহায়তাকে স্বাগত জানানো হবে।
তিনি এ সময় বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন তাপ ব্যবহারেও প্রযুক্তি সহযোগিতা কামনা করেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে গৃহিত প্রকল্পসমূহ ব্যাখ্যা করে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে যথাসম্ভব কম সময়ে করার উদ্যোগ নেয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়ে স্ট্যাডি চলছে। সাক্ষাৎকালে, অন্যান্যের মাঝে এডিবি‘র সিনিয়র প্রজেক্ট ম্যানেজার স্পেশালিষ্ট এডিবি‘র মিজ শিরিন ইব্রাহিম (Mis Sherin Ibrahim) উপিস্থিত ছিলেন।