প্রধান মেনু

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলবারো ডে সালাস (অষাধৎড় ফব ঝধষধং) আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 স্পেনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিমন্ত্রীকে স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ কর্তৃক “ঈড়সসরঃসবহঃ ঃড় ঃযব ঘঁসনবৎ ড়ভ ঃযব ঈরারষ গবৎরঃ ঙৎফবৎ” উপাধিতে ভূষিত করায় ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্পেনকে আমরা উন্নয়ন সহযোগী হিসেবে দেখতে চাই।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল কর্মযজ্ঞ চলছে কিন্তু স্পেনের উপস্থিতি নেই বললেই চলে। আগামী পাঁচ বছরে এ খাতে আরো ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এ বিনিয়োগে স্পেন অংশ নিতে পারে। উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে দ্রুত স্বাগত জানানো হবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবর্তন, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে স্পেনের ব্যবসায়ীদের সাথে সেমিনার করা যেতে পারে। উভয় দেশের প্রতিনিধি বিনিময় করা গেলে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে।