প্রধান মেনু

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপঞ্চ (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব)-এর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধিদল আজ সচিবালয়ে সাক্ষাৎ করে। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

প্রতিনিধিদলের সদস্য ও ঝযধরুড় ঞৎরঢ়ষব অ এৎড়ঁঢ় (সাইও ট্রিপল এ গ্রুপ)-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. সুইরা সংগমিট্টা (উৎ. ঝঁরিৎধ ঝড়হমসবঃঃধ) থাইল্যান্ডের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে এবং তার কোম্পানির বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি যৌথ বা একক বিনিয়োগে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে থাইল্যান্ডের বেসরকারি বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, গ্রিন ও ক্লিন জ্বালানিতে সরকারের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সম্ভাবনাময় বিনিয়োগকারীদের আমরা উৎসাহিত করি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ঢাকাসহ বড় বড় শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এসময় পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও ¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের উপস্থিত ছিলেন।