প্রধান মেনু

বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক প্রদান

স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক অর্জন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল শনিবার তাকে সম্মাননা পদক প্রদান করা হয়।শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস (Alvaro de Salas) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কমিটমেন্ট টু দি নাম্বার অফ দি সিভিল মেরিট অর্ডার ‘Commitment to the Number of the Civil Merit Order’ প্রদান করেন।

স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভুতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ (Felipe VI) বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে এবং এর মাধ্যমে স্পেন গৌরবান্বিত বোধ করছে।’ব্যবসা বাণিজ্যের বাইরের স্পেন জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্পেনের রাজা ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ্ব শান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন একই অভিমত ধারণ করে।’

এ পদক প্রদানের জন্য স্পেনের রাজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরো কাজ করার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে দেশ, তৈরী হচ্ছে আগামীর বাংলাদেশ।’প্রতিমন্ত্রী স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদকে ভুষিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানিখাতের একাধিক পরিচালকের মধ্যে রয়েছে খান মঈনুল ইসলাম মোস্তাক, ইশতাক আহমেদ শিমুল, রাশেদুল মাহমুদ রাসেল, মাকসুদ আহমেদ ডাবলু, ফারুক হাসান হিটলু, কাওসার আহমেদ, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান লিটন।