প্রধান মেনু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকার মিরপুরে ৪ জনের মৃত্যুতে বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর): গতকাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঢাকার মিরপুরের রূপনগরে ৪ জনের মৃত্যুতে বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।

ডেসকো গতকাল রূপালী হাউজিং ও রূপনগর ফিডারের প্রতিটি ট্রান্সফরমারের লাইন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনো সমস্যা পাওয়া না যাওয়ায় রাত ১২টা ৩০ মিনিটের মধ্যে সকল ট্রান্সফরমার চালু করে। গ্রাহকের ইন্টারনাল সার্ভিসের ওয়ারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। এরুপ দুর্ঘটনা অত্যন্ত বেদনাধায়ক ও মর্মান্তিক। তদন্তপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

গ্রাহকদের সচেতনতা ও সাবধানতাই বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করবে। কোনো অবস্থাতেই খোলা বিদ্যুতের তার, ভিজা তার বা ভিজা তারে লাগানো জিনিস পত্র স্পর্শ করা যাবে না। যে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সেবা পেতে ১৬৯৯৯-এ গ্রাহকগণ যোগাযোগ করতে পারেন।