প্রধান মেনু

বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদেরকে হয়রানি দমন করা হবে — প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি. এসসি বলেছেন, বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের সাথে কোন প্রকার প্রতারণা ও হয়রানি করা হলে তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরো বলেন, নারী কর্মীরা বিদেশে গিয়ে রেমিটেন্স প্রেরণ করায় দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হওয়ার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স বিনা খরচে দেশে তার পরিবারের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) আয়োজিত Consultation on Challenges of Women Migrant Workers of Bangladesh and Addressing the Role of the intermediaries কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
কর্মশালার শুরুতে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন। পরে মুক্ত আলোচনায় বিভিন্ন এনজিও, ডোনার এজেন্সি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
বমসা’র পরিচালক সুমাইয়া ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, উপসচিব মোহাম্মদ শাহীন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ব্রিটিশ কাউন্সিল, PROKAS এর দলনেতা Catherine Cecil, বায়রার সদস্য আলী হায়দার চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী নোমান এবং অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্য।