প্রধান মেনু

বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে ডিসিসিআই’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সাক্ষাৎ

বর্তমানে বাংলাদেশ নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করছে। সাথে সাথে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, যা আমাদের অনুধাবন করতে হবে। বেসরকারি খাতের বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে হবে। বিডা সূচনালগ্ন থেকেই বেসরকারি খাতের ওপর বিশ্বাস রেখে আসছে, তাদের কথা শুনে আসছে এবং তারা যেন সম্ভাব্য সেরা ভূমিকা পালন করতে পারে সেজন্য সহযোগিতা করে আসছে।

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বিডা কার্যালয়ে ঢাকা চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)- এর প্রেসিডেন্ট ওসামা তাসির এর ডিসিসিআই’র ২০১৯ সালের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সাক্ষাতে এসব বলেন। কাজী আমিনুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের প্রতি সাধারণ যে দৃষ্টিভঙ্গীতা পরিবর্তন করতে হবে। সেইসাথে অবিশ্বাসের যে মনোভাব তা দূর করতে হবে।

তিনি আরো বলেন, একজন বিদেশি বিনিয়োগকারী বিমানবন্দরে অবতরণের সাথে সাথে তাকে সবরকম সহযোগিতা ও সুবিধা দিতে তৎপর থাকতে হবে। বিমানবন্দরে এই সেবা প্রদানে বিডা কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। ডিসিসিআই প্রেসিডেন্ট ওসামা তাসির বলেন, ২০৩০ সালের মধ্যে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করতে হলে, ইনভেস্টমেন্ট জিডিপির অনুপাত হতে হবে প্রায় ৪০ শতাংশ।

এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি সহজে ব্যবসা করার সূচক, ওয়ানস্টপ সার্ভিস, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, অনিবাসী বাংলাদেশিদের সম্মেলন, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও বিডার সমন্বয়, ভূ-রাজনীতির পরিবর্তন এবং বিভিন্ন নীতির সংস্কারের ক্ষেত্রে সময়োপযোগী ইস্যু ও লক্ষ্য বিডা নির্বাহী চেয়ারম্যানের দৃষ্টিগোচরে নিয়ে আসেন। সভায় বিডা’র কর্মকর্তাবৃন্দ এবং ডিসিসিআই’র পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।