বিএসএফআইসি’র চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বেগম পরাগ
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ। ১১ মার্চ শিল্প মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, বেগম পরাগ বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
« ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খোকসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত। (পূর্বের খবর)
(পরের খবর) সংস্কৃতচর্চা শিক্ষার্থীদের আদর্শ জীবন গঠনে অপরিহার্য »