প্রধান মেনু

বিএনপি রাতের অন্ধকারে তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে নিজেদের আত্ম স্বীকৃত দূর্নীতিবাজ হিসেবে প্রমান করলোঃ ওবায়দুল কাদের

 নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাতের অন্ধকারে তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে নিজেদের আত্মস্বীকৃত দূর্নীতিবাজ হিসেবে প্রমান করলো। এখন যে কোন দূর্নীতিবাজ বিএনপি ক্ষমতায় গেলে নেতা ও মন্ত্রী হতে পারবেন। তিনি আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবির হাট উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা, কবিরহাট উপজেলার পরিষদর চেয়ারম্যান শিউলি একরাম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন বিএনপি বেগম জিয়ার শারীরীক অবস্থা নিয়ে রাজনীতি শুরু করেছে। বেগম জিয়াকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর পরে ও যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে জেল কোড অনুযায়ী তার সু-চিকিৎসার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। বিএনপি আন্দোলনে জনগনের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে। মন্ত্রী বর্তমান সরকারের সকল উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে বলেন এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামীতেও এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে পূনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশের ভাব মর্যাদা উজ্জ্বল করছেন।