প্রধান মেনু

বিআইডব্লিউটিএ’র অভিযান ১৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ৬ লক্ষাধিক টাকার নিলাম আয় এবং দু’একর তীরভূমি অবমুক্ত

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ মিরপুর জহুরাবাদ হতে পালপাড়া পর্যন্ত তুরাগ নদীর উভয় তীরে একটি তিনতলা ভবন, ১১টি দোতলা ভবন, ২৩টি একতলা ভবন, ৩৮টি আধাপাকা ভবন, ১১২টি টং দোকানসহ মোট ১৮৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। দু’একর তীরভূমি অবমুক্ত এবং নিলামের মাধ্যমে ছয় লাখ ৬০ হাজার টাকা আয় করেছে। আগামীকাল সকাল ৯ টায় তুরাগ নদীর তীরে মিরপুর বেড়িবাঁধের পালপাড়া এলাকা থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।