প্রধান মেনু

বাস উলটে নিহত ২ আহত ২০

মানিকগঞ্জের শিবালয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই  বাস উলটে গিয়ে নিহত ২ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী।
২৯ শে অক্টোবর রবিবার বেলা ৩.৪৫ মিনিটের দিকে এই দূর্ঘনাটি ঘটে।
উপজেলার ঢাকা পাটুরিয়া রোডের আরপাড়া বাজারের সন্ন্যিকটেই ফরিদপুর থেকে  ঢাকাগামী সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে উলটে যায়। স্থানীয় প্রতীক্ষ্যদর্শীরা জানান,  দ্রুত গতির এই বাসটি হটাৎ রাস্তার মাঝে উলটে যায়। বাসটি উলটে যাওয়ার পর স্থানীয় লোকজন সেখানে গিয়ে ২ টি মৃত দেহ পরে থাকতে দেখেন এবং আরও কমপক্ষে ২০/২৫ জন যাত্রীকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উথলীতে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। তারা আরও জানান আহত ২০/২৫ জন যাত্রীর মধ্যে ৪/৫ জনের অবস্থা আশংকাজনক। পরে খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে  পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশনেন।
শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম (ওসি) জানান, দুর্ঘটনা কবলিত বাসটি থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখন ও শনাক্ত করা যায়নি।
(মোঃ সোহেল রানা বিশেষ প্রতিনিধি)