বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামে মতবিনিময়সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : বাল্যবিবাহে ঝুকিপূর্ণ পরিবারের সেবা প্রাপ্তীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা আলোর ভূবন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বাল্যবিবাহের শিকার শিশু ও মায়েরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার প্রমুখ। সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প অনুষ্ঠানের আয়োজন করে। এতে আর্থিকবাবে সহযোগিতা করছে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।